রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিলের মোড় নামক এলাকার মাসুদ মিয়ার মুদি দোকান ঘরের ফ্লোরের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোরের নাম মো. কাজল মিয়া (১৭)। সে একই এলাকার কৃষক মো. মনিরুল মিয়ার ছেলে।
কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত সোমবার সন্ধ্যায় একই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে নাহিদ বলেন গত রাত ১১টার দিকে কাজল বাড়িতে ফিরে গেছে।
অনেক খোঁজ করেও কাজলের সন্ধান না পেয়ে বুধবার সকালে পাংশা থানায় সাধারণ ডায়েরি করতে যাই। থানায় পৌঁছানোর পর বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা ফোন করে জানায় মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ বালুর নিচে চাপা পড়ে আছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘরের নিচে বালুর মধ্যে থেকে লাশটি উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর দোকান ঘরের নিচ দিয়ে বালু সরিয়ে ওপরে উঠতে গিয়েছিলো। কিন্তু মাঝ পথে গিয়ে বালু চাপা পড়ে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিলের মোড় নামক এলাকার মাসুদ মিয়ার মুদি দোকান ঘরের ফ্লোরের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোরের নাম মো. কাজল মিয়া (১৭)। সে একই এলাকার কৃষক মো. মনিরুল মিয়ার ছেলে।
কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত সোমবার সন্ধ্যায় একই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে নাহিদ বলেন গত রাত ১১টার দিকে কাজল বাড়িতে ফিরে গেছে।
অনেক খোঁজ করেও কাজলের সন্ধান না পেয়ে বুধবার সকালে পাংশা থানায় সাধারণ ডায়েরি করতে যাই। থানায় পৌঁছানোর পর বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা ফোন করে জানায় মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ বালুর নিচে চাপা পড়ে আছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘরের নিচে বালুর মধ্যে থেকে লাশটি উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর দোকান ঘরের নিচ দিয়ে বালু সরিয়ে ওপরে উঠতে গিয়েছিলো। কিন্তু মাঝ পথে গিয়ে বালু চাপা পড়ে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
রাজশাহীর বাঘায় দলছুট এক বন্য প্রাণীর দেখা মিলেছে। বন্য প্রাণীটিকে অনেকে হনুমান বলে মনে করেছেন। উৎসুক জনতা বন্য প্রাণীটি দেখার চেষ্টা করলেই লাফিয়ে ছুটে বেড়াচ্ছে এটি। জেলা বন্য প্রাণী অধিদপ্তর বলেছে, বন্য প্রাণীটি হনুমান নয়, এটি রেসাস জাতের বানর।
৩ মিনিট আগেভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। পরিস্থিতি উন্নত হলে অন্যান্য ভিসা চালু করা হবে।’
১১ মিনিট আগেখুলনা নগরীতে খালের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় লবণচরা থানার রূপসা ব্রিজের কাছাকাছি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেটিকটকে কিশোরীর (১৪) সঙ্গে পরিচয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাউদ বিশ্বাস (২৩) নামের এক যুবকের। একপর্যায়ে কিশোরীকে মোবাইল ফোন উপহারের প্রলোভন দেখান। আর উপহারের ফোন আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।
২২ মিনিট আগে