Ajker Patrika

রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার 

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিলের মোড় নামক এলাকার মাসুদ মিয়ার মুদি দোকান ঘরের ফ্লোরের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোরের নাম মো. কাজল মিয়া (১৭)। সে একই এলাকার  কৃষক মো. মনিরুল মিয়ার ছেলে।

কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত সোমবার সন্ধ্যায় একই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে নাহিদ বলেন গত রাত ১১টার দিকে কাজল বাড়িতে ফিরে গেছে।

অনেক খোঁজ করেও কাজলের সন্ধান না পেয়ে বুধবার সকালে পাংশা থানায় সাধারণ ডায়েরি করতে যাই। থানায় পৌঁছানোর পর বাড়ি থেকে তার পরিবারের সদস‍্যরা ফোন করে জানায় মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ বালুর নিচে চাপা পড়ে আছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘরের নিচে বালুর মধ্যে থেকে লাশটি উদ্ধার করেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর দোকান ঘরের নিচ দিয়ে বালু সরিয়ে ওপরে উঠতে গিয়েছিলো। কিন্তু মাঝ পথে গিয়ে বালু চাপা পড়ে।  লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

ঘুষ-দুর্নীতির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অপবাদে কেঁদেছেন কর্মচারীও

খাগড়াছড়ি সহিংসতা: ‘ভুয়া ধর্ষণ’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হান্নান মাসউদ

মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন হান্নান মাসউদ, সেই রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক‎

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত