পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় দুই সড়কের পাশে খোলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। ভাগাড়ে জ্বলা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে মহাসড়ক। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা।
দুটি ভাগাড়ের মধ্যে পাংশা পৌর এলাকার কলেজ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি। অপরটি একই এলাকায় পাংশা শহরে প্রবেশের একমাত্র সড়কের পাশে।
জানা যায়, ২০১৮ সালে প্রথম শ্রেণির পৌরসভা মর্যাদা পায় পৌরসভাটি। এ অবস্থায় কলেজ মোড়ে মহাসড়কের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার জায়গা জুড়ে একটি ভাগাড়। কলেজ মোড় থেকে পৌর শহরে প্রবেশ সড়কের পাশ দিয়ে প্রায় ৮০ মিটার জায়গা জুড়ে আর একটি ভাগাড়। ভাগাড় দুটির মাঝামাঝিতে গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ভাগাড়ের আশপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানোর জন্য প্রায়ই ভাগাড়ে জ্বালানো হয় আগুন। ভাগাড়ে জ্বালানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকছে সড়ক। ভাগাড় এলাকায় এলেই রুমাল বা হাত দিয়ে মুখ চেপে পার হচ্ছে পথচারীরা। ভাগাড়ে আগুন দিয়ে পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে।
ভাগাড় এলাকার ব্যবসায়ীরা জানান, প্রায়ই আগুন দিয়ে ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানো হয়। একবার আগুন দিলে প্রায় ৫-৭ দিন ধরে আগুন জ্বলে। আগুন থেকে সব সময় ধোঁয়া বের হয়। সড়কে চলা গাড়িগুলো চোখে পড়ে না। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মহাসড়কের এক যাত্রীবাহী বাস চালক বলেন, ‘প্রতিনিয়ত এই সড়কে গাড়ি চালাই। এই রাস্তায় যে গতিতে গাড়ি চলে আর এই এলাকায় যে পরিমাণ ধোঁয়া তাতে বিপরীত পাশের কিছুই দেখা যায় না।’
এলাকাবাসীরা জানান, ‘ভাগাড়ের দুর্গন্ধে এই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ওপর আবার ধোঁয়া, কি যে বিপদের মধ্যে আছি, তা বলে বোঝাবার নয়।’
এ বিষয়ে পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল বলেন, ভাগাড়ে ফেলা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধ কমানোর জন্যই রাতে ভাগাড়ে আগুন দেওয়া হয়। একবার আগুন দিলে সহজে নেভানো সম্ভব হয় না।
রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় দুই সড়কের পাশে খোলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। ভাগাড়ে জ্বলা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে মহাসড়ক। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা।
দুটি ভাগাড়ের মধ্যে পাংশা পৌর এলাকার কলেজ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি। অপরটি একই এলাকায় পাংশা শহরে প্রবেশের একমাত্র সড়কের পাশে।
জানা যায়, ২০১৮ সালে প্রথম শ্রেণির পৌরসভা মর্যাদা পায় পৌরসভাটি। এ অবস্থায় কলেজ মোড়ে মহাসড়কের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার জায়গা জুড়ে একটি ভাগাড়। কলেজ মোড় থেকে পৌর শহরে প্রবেশ সড়কের পাশ দিয়ে প্রায় ৮০ মিটার জায়গা জুড়ে আর একটি ভাগাড়। ভাগাড় দুটির মাঝামাঝিতে গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ভাগাড়ের আশপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানোর জন্য প্রায়ই ভাগাড়ে জ্বালানো হয় আগুন। ভাগাড়ে জ্বালানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকছে সড়ক। ভাগাড় এলাকায় এলেই রুমাল বা হাত দিয়ে মুখ চেপে পার হচ্ছে পথচারীরা। ভাগাড়ে আগুন দিয়ে পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে।
ভাগাড় এলাকার ব্যবসায়ীরা জানান, প্রায়ই আগুন দিয়ে ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানো হয়। একবার আগুন দিলে প্রায় ৫-৭ দিন ধরে আগুন জ্বলে। আগুন থেকে সব সময় ধোঁয়া বের হয়। সড়কে চলা গাড়িগুলো চোখে পড়ে না। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মহাসড়কের এক যাত্রীবাহী বাস চালক বলেন, ‘প্রতিনিয়ত এই সড়কে গাড়ি চালাই। এই রাস্তায় যে গতিতে গাড়ি চলে আর এই এলাকায় যে পরিমাণ ধোঁয়া তাতে বিপরীত পাশের কিছুই দেখা যায় না।’
এলাকাবাসীরা জানান, ‘ভাগাড়ের দুর্গন্ধে এই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ওপর আবার ধোঁয়া, কি যে বিপদের মধ্যে আছি, তা বলে বোঝাবার নয়।’
এ বিষয়ে পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল বলেন, ভাগাড়ে ফেলা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধ কমানোর জন্যই রাতে ভাগাড়ে আগুন দেওয়া হয়। একবার আগুন দিলে সহজে নেভানো সম্ভব হয় না।
রংপুর বিভাগজুড়ে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি পশু জবাই করা হচ্ছে। কিন্তু এসব পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। বিভাগে ১ হাজার ৩০৩টি হাট-বাজার রয়েছে, তবে কোথাও নেই আধুনিক কসাইখানা বা ভেটেরিনারি সার্জনের উপস্থিতি।
৭ ঘণ্টা আগেচারদিকে ঝোপঝাড়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। নেই টিউবওয়েল। এ দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার প্রতিপাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে। বর্তমানে সেখানকার ২৮ ঘরই তালাবদ্ধ। বারান্দায় খড়, লাকড়ি স্তূপ করে রাখা। কোথাও ধরেছে ফাটল, কোথাও দেখা দিয়েছে ভাঙন। অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমিহীনদের ঘর বরাদ্দ না দিয়ে বাইরের...
৮ ঘণ্টা আগেজনবলসংকট, যন্ত্রপাতির অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সরকারি এ হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও রোগীরা। এদিকে চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালটিতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে...
৮ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রাতে আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত...
৮ ঘণ্টা আগে