রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
যাত্রী তানিয়া নাসরিন বলেন, ‘রাত থেকে গাড়িতে বসে আছি। সারা রাত খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। কত সময় গাড়িতে বসে থাকা যায়! বাস থেকে নেমে যে বাইরে হাঁটাহাঁটি করব সেটাও করতে পারি নাই।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝনদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’
ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
যাত্রী তানিয়া নাসরিন বলেন, ‘রাত থেকে গাড়িতে বসে আছি। সারা রাত খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। কত সময় গাড়িতে বসে থাকা যায়! বাস থেকে নেমে যে বাইরে হাঁটাহাঁটি করব সেটাও করতে পারি নাই।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝনদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’
দীর্ঘ সময় পর হলেও চট্টগ্রাম প্রেসক্লাব নিয়ে সত্য প্রকাশ করায় তথ্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের আট সংগঠনের নেতারা। তাঁরা তথ্য উপদেষ্টাকে হাল ছেড়ে না দিয়ে এ ক্লাবকে লুটেরা ও দখলদার গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করে সচল করতে নির্বাচন অনুষ্ঠানের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
৯ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান পাঁচজনকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
১৪ মিনিট আগেরাজধানী ঢাকার নিউমার্কেট থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে‘আমরা শান্তি চাই, সহিংসতা আর নিতে পারছি না; সর্বস্বান্ত হয়ে গেছি’—এভাবেই কণ্ঠরুদ্ধ হয়ে কথাগুলো বলেন গুইমারা বাজারের কংলাপ্রু মারমা। রামসু বাজারে দুর্বৃত্তদের আগুনে তাঁর তিনটি দোকান ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে