রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দেড় কিলোমিটার এলাকায় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। শীতের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
জামান পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। এখন বসে বসে ভাবছি, সময়মতো ঢাকায় পৌঁছাতে পারব তো? কী যে ভোগান্তিতে পড়লাম! পদ্মা সেতু দিয়ে গেলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’
আরেক যাত্রী সোহান বলেন, ‘এখানে আরেকটি সেতু জরুরি হয়ে পড়েছে। কুয়াশায় প্রতিবছরই এই ভোগান্তিতে পড়তে হয় আমাদের।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক মোখলেছুর রহমান বলেন, রাত ২টার সময় ফেরিঘাটে এসেছি। আসার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ। কখন চালু হবে সেটা জানি না।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত দেড়টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে ছিল না। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দেড় কিলোমিটার এলাকায় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। শীতের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
জামান পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। এখন বসে বসে ভাবছি, সময়মতো ঢাকায় পৌঁছাতে পারব তো? কী যে ভোগান্তিতে পড়লাম! পদ্মা সেতু দিয়ে গেলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’
আরেক যাত্রী সোহান বলেন, ‘এখানে আরেকটি সেতু জরুরি হয়ে পড়েছে। কুয়াশায় প্রতিবছরই এই ভোগান্তিতে পড়তে হয় আমাদের।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক মোখলেছুর রহমান বলেন, রাত ২টার সময় ফেরিঘাটে এসেছি। আসার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ। কখন চালু হবে সেটা জানি না।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত দেড়টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে ছিল না। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর এই আয়োজন বন্ধ হয়ে যায়। ২০০৯ সাল থেকে আবার এটি চালু হলেও রাজনৈতিক আধিপত্যের কারণে ২০১৮ সাল থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
৪৪ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক কাজী অফিসের মোড় সংলগ্ন একটি বাড়ির ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনিহত ফালু মিয়া পুষ্টকামুরী গ্রামের ইলিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের খালে ধর্মজাল দিয়ে মাছ ধরতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সারাদিন উদ্ধার কাজ চালালেও তার খোঁজ মেলেনি।
১ ঘণ্টা আগেরাজধানীর রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকা থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)।
১ ঘণ্টা আগে