Ajker Patrika

টেকনিশিয়ানের ভুলে পা হারাল শিক্ষার্থী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
জিহাদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
জিহাদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে ডায়াগনস্টিক সেন্টারের ভুলের কারণে এক শিক্ষার্থীর পা কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর সহপাঠীরা ‘হেলথকেয়ার’ নামের ওই ডায়াগনস্টিক সেন্টারটি ঘেরাও করে। পরে এটিকে বন্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম জিহাদুল ইসলাম (১৪)। সে উপজেলার সোহাগদল গ্রামের মো. আমিনুল ইসলাম মিলন মিয়ার ছেলে এবং নবম শ্রেণির ছাত্র। সে কয়েক দিন আগে মোটরসাইকেল থেকে পড়ে পায়ে ব্যথা পায়। এ অবস্থায় নেছারাবাদ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসক পায়ের গোড়ালি এক্স-রে করার জন্য তাঁকে হাসপাতালসংলগ্ন হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। সেখানকার টেকনিশিয়ান চিকিৎসকের দেওয়া পরীক্ষার কাগজ না দেখেই এক্স-রে করেন হাঁটুতে। চিকিৎসক সেই এক্স-রে রিপোর্ট দেখে ছেলেটির পুরো পা ব্যান্ডেজ করে ছেড়ে দেন। এর কয়েক দিনের মাথায় জিহাদুলের পায়ে পচন ধরে। এ কারণে তাঁর পুরো পা কেটে ফেলতে হয়।

জিহাদুলের বাবা আমিনুল বলেন, ‘ছেলেটি ২০ দিন আগে ব্যথা পেয়েছিল। ডাক্তার ওই এক্স-রে রিপোর্ট দেখে ব্যান্ডেজ করেন। এতে কয়েকদিনের মাথায় পায়ে ব্যথা শুরু হয়। পরে ঢাকার পিজি হাসপাতালে নিলে সেখানকার ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, পায়ের গোড়ালির রগ ছিঁড়ে গিয়েছিল। ভুল চিকিৎসার কারণে পা ভেতর থেকে পচে গেছে। পরে সেখানকার ডাক্তাররা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিয়ে ছেলের পা কেটে ফেলেছেন।’

ওই ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের একজন মাসুদ রানা বলেন, ‘ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে এক্স-রে করে দিলে আমাদের সমস্যা হতো না। আসলে আমাদের ভুল হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত—জানালেন আমির

আজকের রাশিফল: অফিসে মিষ্টি কথায় মন গলবে বসের, প্রেমের ঝগড়ায় চ্যাটজিপিটিতে ভরসা নয়

বাংলা ভাষার সঙ্গে জোহরান মামদানির ঘরের সম্পর্ক, যোগসূত্র মা মীরা নায়ার

বুমরা-সূর্যকুমারকে শাস্তি দিল আইসিসি, নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

এলাকার খবর
Loading...