নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’
গত ৫ আগস্ট জুম্মার নামাজের পর ’ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নিহত হন।
৫ মিনিট আগেসর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, "আমরা আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছি। আদালত প্রাথমিকভাবে ১০ দিনের রুল জারি করেছেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলন করারও ঘোষণা দিচ্ছি।"
১৫ মিনিট আগেসুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, "অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
২ ঘণ্টা আগে