নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের শেহাংগল টেম্পো স্ট্যান্ড-সংলগ্ন শাখা পার্টি অফিসে ওই আগুন দেওয়া হয়েছে।
আগুনে অফিসের পোস্টার, লিফলেটসহ টেবিল-চেয়ার পুড়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন।
সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাদের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারীর নির্দেশে অফিসে আগুন দেওয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির পার্টি অফিস-সংলগ্ন চা দোকানি মো. মাহাবুব হোসেন তালুকদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিকট আওয়াজ আসে অফিস থেকে। এগিয়ে গিয়ে দেখতে পারি অফিসের ভেতরে আগুন জ্বলছে। এ সময় ডাক-চিৎকারে অনেকে এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
সমেদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে এই আগুন লাগানো হয়েছে। ৫ আগস্টের পর থেকে হুমাউন বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তাদের অভিযোগ মিথ্যা।’
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত বলেন, ‘বিএনপির পার্টি অফিসে আওয়ামী লীগ ছাড়া কেউ ওই আগুন দিতে যাইনি। এ কাজ আওয়ামী লীগের। এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে।’
ওসি বনি আমীন বলেন, আগুনের ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের শেহাংগল টেম্পো স্ট্যান্ড-সংলগ্ন শাখা পার্টি অফিসে ওই আগুন দেওয়া হয়েছে।
আগুনে অফিসের পোস্টার, লিফলেটসহ টেবিল-চেয়ার পুড়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন।
সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাদের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারীর নির্দেশে অফিসে আগুন দেওয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির পার্টি অফিস-সংলগ্ন চা দোকানি মো. মাহাবুব হোসেন তালুকদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিকট আওয়াজ আসে অফিস থেকে। এগিয়ে গিয়ে দেখতে পারি অফিসের ভেতরে আগুন জ্বলছে। এ সময় ডাক-চিৎকারে অনেকে এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
সমেদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে এই আগুন লাগানো হয়েছে। ৫ আগস্টের পর থেকে হুমাউন বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তাদের অভিযোগ মিথ্যা।’
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত বলেন, ‘বিএনপির পার্টি অফিসে আওয়ামী লীগ ছাড়া কেউ ওই আগুন দিতে যাইনি। এ কাজ আওয়ামী লীগের। এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে।’
ওসি বনি আমীন বলেন, আগুনের ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
২ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে