Ajker Patrika

নেছারাবাদে দুই জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
ডাকযোগে পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত
ডাকযোগে পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে জামায়াতে ইসলামীর দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের ওই দুই নেতা নেছারাবাদ থানায় আলাদাভাবে লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বাংলাদেশ জামায়েতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়। একই সঙ্গে ওই নেতার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠির খামের ওপর প্রেরকের নাম লেখা রয়েছে মো. কবির মিয়া। চিঠিতে তাঁর নামের সঙ্গে নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রাম বলে উল্লেখ রয়েছে।

এর আগে ১৩ আগস্ট একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়ার জন্য হুমকি দিয়ে রেজিস্ট্রিকৃত চিঠি দেওয়া হয়। ওই চিঠির খামের ওপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে চিঠির খামে।

চিঠি প্রাপ্তির পর ওই দুই নেতা আলাদাভাবে নেছারাবাদ থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের দলের ইউনিয়নের দুজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেরেছি নম্বরগুলো চট্টগ্রামের। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত