মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় দুই গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আবদুর রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ আজ ভোররাতে দুজন শ্রমিক নিয়ে বের হন। দুইটি ট্রলি গাড়ির মধ্যে ২৬টি গরু বিক্রির জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন তাঁরা। পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহন নামের একটি বাস একটি ট্রলি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাবলীন আক্তার হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তাঁরা পাঁচ বন্ধু ইজিবাইকে করে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এ সময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় দুই গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আবদুর রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ আজ ভোররাতে দুজন শ্রমিক নিয়ে বের হন। দুইটি ট্রলি গাড়ির মধ্যে ২৬টি গরু বিক্রির জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন তাঁরা। পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহন নামের একটি বাস একটি ট্রলি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাবলীন আক্তার হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তাঁরা পাঁচ বন্ধু ইজিবাইকে করে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এ সময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৩ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৮ ঘণ্টা আগে