প্রতিনিধি, নাজিরপুর (পিরোজপুর)
নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’
নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’
বরিশাল নগরীর বেলস্ পার্কসংলগ্ন ডিসি লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্রাচীর নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের সামনে ‘সর্বস্তরের নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
১৪ মিনিট আগেউজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণকেন্দ্রের দাবি, আগামী ৭২ ঘণ্টা সমতলে বাড়তে পারে তিস্তা নদীর পানিপ্রবাহ।
৩১ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি ছাড়া হয়। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি এ তথ্য নিশ্চিত
৩৯ মিনিট আগেচট্টগ্রামে চুরির একটি মোবাইল ফোন খুঁজতে গিয়ে আরও প্রায় দেড় শ মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে