কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।
সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।
সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
নতুন করারোপ ছাড়া খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
২৫ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় আকরাম হোসেন (২৭) নামের ছুরিকাহত ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
২৮ মিনিট আগেবগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেআব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ। নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবিদাওয়া জানাব। প্রশাসন যদি সেগুলো না মানে, তাহলে আমরা নির্বাচনে যাব কি না, ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দিহান।’
১ ঘণ্টা আগে