পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এলপি গ্যাসবাহী পিকআপ ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে দুমকি বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইউসুফ (৪০), হিরা হাওলাদার (২০) ও বায়েজিদ (১৫)। আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহত বায়েজিদ, মো. ইউসুফ ও হীরার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী, ছোটবিঘাই ও লাউকাঠীর খলিশাখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর বাউফলগামী একটি গ্যাসবাহী পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ নিহত হয় এবং অপর ৪ জন গুরুতর আহত হয়।
পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান, মো. ইউসুফ, রফিকুল ইসলাম হীরা ও মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে নেওয়ার পথে মো. ইউসুফ ও হীরার মৃত্যু হয়।
এ দিকে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ছাড়া পিকআপচালক জহিরুল (৩৫) ও সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, ‘নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হবে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এলপি গ্যাসবাহী পিকআপ ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে দুমকি বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইউসুফ (৪০), হিরা হাওলাদার (২০) ও বায়েজিদ (১৫)। আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহত বায়েজিদ, মো. ইউসুফ ও হীরার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী, ছোটবিঘাই ও লাউকাঠীর খলিশাখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর বাউফলগামী একটি গ্যাসবাহী পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ নিহত হয় এবং অপর ৪ জন গুরুতর আহত হয়।
পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান, মো. ইউসুফ, রফিকুল ইসলাম হীরা ও মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে নেওয়ার পথে মো. ইউসুফ ও হীরার মৃত্যু হয়।
এ দিকে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ছাড়া পিকআপচালক জহিরুল (৩৫) ও সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, ‘নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হবে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেএকটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে সে তার আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ তাকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে