পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
২৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে