পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৭ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৭ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৭ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৮ ঘণ্টা আগে