Ajker Patrika

ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৫: ২৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টা গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা তুলতে গিয়ে মাটিতে পড়ে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম (২৩)। আহত অবস্থায় শ্রমিক রব্বানী (৩২), শাহিন আলম (৩৫) ও জয় ইসলামকে (৩০) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, ওই ভুট্টাখেতের ওপর দিয়ে বিদ্যুতের তার গেছে। একটি তার ছিঁড়ে নিচে পড়ে ছিল। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকেরা বিদ্যুতায়িত হন। এতে মর্মান্তিক প্রাণহানি ঘটে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন।

নিহত শাহিন আলমের ভাই শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই আজ আমার ভাইসহ তিনজনের প্রাণ গেল। যদি লাইনগুলো নিয়মিত চেক করা হতো, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একজনকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘আজ সকালে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা, হাসিনা সবচেয়ে অজনপ্রিয়: জরিপ

রুমে এসো, বিদেশে ঘুরতে নিয়ে যাব—ছাত্রীদের বলতেন স্বামী চৈতন্যানন্দ

লাদাখের আন্দোলনের নেপথ্যে ‘থ্রি ইডিয়টস’র সেই ফুনসুখ ওয়াংড়ু!

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত