পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বিগত আমলে দেখছি হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের ভাইরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল হয়েছে। আওয়ামী লীগ বারবার বলেছে অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায়নি।’
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশটাকে নতুন করে গড়ব। একটা বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলব। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। এই লক্ষ্যে গণ-অভ্যুত্থানে যেসব তরুণেরা নেতৃত্ব দিছিলাম, তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি—যে পার্টির জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে রাজনীতি করতে চায়।’
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্টদের পতনের পরে নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক আবারও শুরু হয়েছে। যুবসমাজকে আবারও অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য অভ্যুত্থান করেছিলাম? আমরা কি এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম?’
তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা এলাকা করে তুলব—সেখানে যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক পার্টি হিন্দু, মুসলিম ধর্ম-নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা চাই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশি হিসেবে সকল নাগরিক সুযোগ-সুবিধা পাবে।’
মন্তব্য করে এনসিপি নেতা আরও বলেন, ‘হাসিনা সরকার, হাসিনা তার নিজের দলের নেতা-কর্মীদের ফেলে রেখে পালিয়ে চলে গেছে। তার পরিবার এবং যারা যারা লুটপাট করেছে, তারা কিন্তু সকলে পালিয়ে গেছে। বাংলাদেশে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে। এরাই সকল সম্পত্তির মালিক হইছে। একটিমাত্র পরিবার, মুজিব পরিবার দেশের জমিদারি নিয়ে নিছিল। তাদের এই জমিদারি প্রথা ভেঙেছে আমাদের গণ-অভ্যুত্থানে। নতুন করে যদি জমিদারি প্রথা, নতুন স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, কথা বলতে হবে—নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করে। যদি কোনো অন্যায় দেখেন, জুলুম দেখেন, প্রতিবাদ করতে হবে, দাঁড়ায় কথা বলতে হবে।’
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির নেতা-কর্মীরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বিগত আমলে দেখছি হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের ভাইরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল হয়েছে। আওয়ামী লীগ বারবার বলেছে অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায়নি।’
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশটাকে নতুন করে গড়ব। একটা বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলব। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। এই লক্ষ্যে গণ-অভ্যুত্থানে যেসব তরুণেরা নেতৃত্ব দিছিলাম, তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি—যে পার্টির জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে রাজনীতি করতে চায়।’
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্টদের পতনের পরে নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক আবারও শুরু হয়েছে। যুবসমাজকে আবারও অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য অভ্যুত্থান করেছিলাম? আমরা কি এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম?’
তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা এলাকা করে তুলব—সেখানে যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক পার্টি হিন্দু, মুসলিম ধর্ম-নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা চাই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশি হিসেবে সকল নাগরিক সুযোগ-সুবিধা পাবে।’
মন্তব্য করে এনসিপি নেতা আরও বলেন, ‘হাসিনা সরকার, হাসিনা তার নিজের দলের নেতা-কর্মীদের ফেলে রেখে পালিয়ে চলে গেছে। তার পরিবার এবং যারা যারা লুটপাট করেছে, তারা কিন্তু সকলে পালিয়ে গেছে। বাংলাদেশে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে। এরাই সকল সম্পত্তির মালিক হইছে। একটিমাত্র পরিবার, মুজিব পরিবার দেশের জমিদারি নিয়ে নিছিল। তাদের এই জমিদারি প্রথা ভেঙেছে আমাদের গণ-অভ্যুত্থানে। নতুন করে যদি জমিদারি প্রথা, নতুন স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, কথা বলতে হবে—নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করে। যদি কোনো অন্যায় দেখেন, জুলুম দেখেন, প্রতিবাদ করতে হবে, দাঁড়ায় কথা বলতে হবে।’
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির নেতা-কর্মীরা।
নির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
১২ মিনিট আগেফরিদপুরের সালথায় এক সাংবাদিকের ব্যক্তিগত মালিকানাধীন দোকানঘর নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে শালিসে ওই সাংবাদিককে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি-ধমকি দেয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস ও যুবদল নেতা পরিচয়ধারী বালাম বিশ্বাসের বিরুদ্ধে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানিকে মারপিট করে টাকা লুটের অভিযোগ ওঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে এই ঘটনা ঘটে। আহত দোকানির নাম রমজান আলী (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা।
৩২ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রণজিৎ বিশ্বাস (২৫)।
৩৯ মিনিট আগে