ঈশ্বরদী (পাবন) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ।
মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ।
মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে