ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।
বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’
জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।
বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।
৩২ মিনিট আগেআনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁদের শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগেনওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে