Ajker Patrika

গৃহবধূর গোপন ভিডিও করে চাঁদা দাবি, ২ যুবক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৩: ৩৪
কোম্পানীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
কোম্পানীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর (৩৫) গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার উপজেলার মৌলভীবাজার এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ আরিফ (২১) এবং একই গ্রামের শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে হয়রানি ও কুরুচিপূর্ণ কথা বলে আসছিলেন অভিযুক্তরা। গত সোমবার রাতে নিজের কক্ষে শরীরে ওষুধ লাগান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা ঘরের চালের ফাঁক দিয়ে গৃহবধূর ভিডিও ধারণ করেন।

পরদিন (মঙ্গলবার) ভুক্তভোগীকে ধারণ করা ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং একই সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাঁরা।

এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হন ভুক্তভোগী। পরে সবার পরামর্শে তিনি কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরবর্তীকালে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘গৃহবধূর ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ