Ajker Patrika

হাতিয়ায় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, ২ জেলের লাশ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০: ২৪
হাতিয়ায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
হাতিয়ায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা, নিখোঁজ রয়েছেন আরও দুজন। এদিকে দুর্ঘটনার পর ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারেন। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকাডুবি হয়।

নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে এবং মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তাঁরা সম্পর্কে আপন মামা ভাগনে।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সঙ্গে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছি।’

হাতিয়ায় নিহত জেলেদের গ্রামের বাড়ি কালির চরে চলছে শোকের মাতম। ছবি: আজকের পত্রিকা
হাতিয়ায় নিহত জেলেদের গ্রামের বাড়ি কালির চরে চলছে শোকের মাতম। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। আজ ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাঁতরে ওপরে উঠলেও চারজন পারেননি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভেতরে থাকা দুজনের লাশ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছেন ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত