Ajker Patrika

নীলফামারী পূজা উদযাপন পরিষদের নেতা দীপক কারাগারে

নীলফামারী প্রতিনিধি
দীপক চক্রবর্তী। ছবি: সংগৃহীত
দীপক চক্রবর্তী। ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শুক্রবার শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দীপক চক্রবর্তী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। শনিবার বিকেলে তাকে জেলা সদরের রামগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সংগঠিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওই ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান গত ২২ অক্টোবর নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জন আসামি রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় দীপক চক্রবর্তীকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত