নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির চেষ্টার অভিযোগে রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীকে গ্রেপ্তার করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রকৌশলী সুলতান মৃধা ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার প্রকৌশলী সুলতান মৃধা মাদারীপুর জেলার শিবচরের চর কামার হাওলাদারকান্দি এলাকার মৃত হবিব উদ্দিন মৃধার ছেলে। রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর অফিসসংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেললাইনের ২৫টি কাটা পাত উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম চুরির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক দাম ১ লাখ টাকা।
সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে প্রকৌশলী সুলতান মৃধাকে হাতেনাতে আটক করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ রেলপাত জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই-তিন দিনের মধ্যে ঘটনাস্থলে তদন্তে যাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তি হয়ে অন্যদের সহায়তায় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে সুলতান মৃধার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁকে নীলফামারী আদালতে পাঠানো হবে।
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির চেষ্টার অভিযোগে রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীকে গ্রেপ্তার করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রকৌশলী সুলতান মৃধা ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার প্রকৌশলী সুলতান মৃধা মাদারীপুর জেলার শিবচরের চর কামার হাওলাদারকান্দি এলাকার মৃত হবিব উদ্দিন মৃধার ছেলে। রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর অফিসসংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেললাইনের ২৫টি কাটা পাত উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম চুরির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক দাম ১ লাখ টাকা।
সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে প্রকৌশলী সুলতান মৃধাকে হাতেনাতে আটক করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ রেলপাত জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই-তিন দিনের মধ্যে ঘটনাস্থলে তদন্তে যাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তি হয়ে অন্যদের সহায়তায় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে সুলতান মৃধার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁকে নীলফামারী আদালতে পাঠানো হবে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে