ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দর খাতা গ্রাম। এই গ্রামটি চলতি বছর আমন ধানের চারা রোপণের শুরুতেই বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ায়, ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন কৃষকেরা।
এলাকা সূত্রে জানা যায়, বন্যার ধকল কাটলেও এখন দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। জমিতে ধানগাছ গুলো কিছুদিন আগেও ছিল সবুজ পাতায় ভরপুর। কিন্তু এখন ধানের সবুজ গাছের ডগাগুলো পরিণত হয়েছে খড়ে। এতে কৃষকেরা হতাশ ও দিশেহারা।
এ বিষয়ে ২ নম্বর বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, নিজ সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বলেন, 'পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। সবুজ ধানগাছগুলো আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। চারা রোপণের পর এখন পর্যন্ত তিন থেকে চারবার কীটনাশক ওষুধ স্প্রে করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালি। এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না। ফলে আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে গতকাল রোববার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিতে মাঠের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা এই আমন মৌসুমে আর লাভবান হতে পারবেন না। দুঃখের বিষয় হলো, সোনালি ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল।'
এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, 'ফসল একটা জীবন তার কিছু রোগ বালাই থাকবে, এর জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছি, তবে সময় লাগবে।'
নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দর খাতা গ্রাম। এই গ্রামটি চলতি বছর আমন ধানের চারা রোপণের শুরুতেই বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ায়, ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন কৃষকেরা।
এলাকা সূত্রে জানা যায়, বন্যার ধকল কাটলেও এখন দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। জমিতে ধানগাছ গুলো কিছুদিন আগেও ছিল সবুজ পাতায় ভরপুর। কিন্তু এখন ধানের সবুজ গাছের ডগাগুলো পরিণত হয়েছে খড়ে। এতে কৃষকেরা হতাশ ও দিশেহারা।
এ বিষয়ে ২ নম্বর বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, নিজ সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বলেন, 'পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। সবুজ ধানগাছগুলো আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। চারা রোপণের পর এখন পর্যন্ত তিন থেকে চারবার কীটনাশক ওষুধ স্প্রে করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালি। এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না। ফলে আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে গতকাল রোববার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিতে মাঠের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা এই আমন মৌসুমে আর লাভবান হতে পারবেন না। দুঃখের বিষয় হলো, সোনালি ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল।'
এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, 'ফসল একটা জীবন তার কিছু রোগ বালাই থাকবে, এর জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছি, তবে সময় লাগবে।'
ডিএমপির পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া সভাপতি ও ডিবি তেজগাও জোনের এডিসি মো. মোর্শেদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগেনুরাল পাগলার আস্তানায় হামলার ৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে সংযুক্ত করা হয়।
৩ ঘণ্টা আগেগ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। জীবনযাপনে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের এই উৎসবটি। ঐতিহ্যকে ধরে রাখতে চলনবিল-অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
৩ ঘণ্টা আগে