Ajker Patrika

উপজেলা নির্বাচনে ভাঙচুর: ডোমার পৌর আওয়ামী লীগের নেতা কারাগারে

নীলফামারী প্রতিনিধি
উপজেলা নির্বাচনে ভাঙচুর: ডোমার পৌর আওয়ামী লীগের নেতা কারাগারে

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাচনের দিন হামলা–ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই মামলায় আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। 

এর আগে আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গত ৮ মে ডোমার উপজেলা নির্বাচনের ফল ঘোষণার সময় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরে এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

কারাগারের পাঁচ আসামি হলেন–উপজেলার ছোট রাউতা ফরেস্ট পাড়া এলাকার আবু সুফিয়ান (৪০), সদর ইউনিয়নের বড় রাউতা থানাপাড়া এলাকার রাকিউল ইসলাম (৪০), চিলাই পাগলা বাজার এলাকার মো. দুলু (৩৮), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া এলাকার রিমুন ইসলাম (২৪) ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার হারুন অর রশিদ (৩০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত