নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।
তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।
তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।
আজ শুক্রবার সকাল থেকে মিরপুর, রমনা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
৭ মিনিট আগেলিবিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যুর প্রায় তিন মাস পর দেশে এল নাজমুল ইসলাম (৩০) নামের এক প্রবাসীর লাশ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে লাশবাহী গাড়ি তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামে পৌঁছায়।
১০ মিনিট আগেউপাচার্যের আশ্বাসে ৫২ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী অনশন ভেঙেছেন। আজ শুক্রবার বিকেলে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার শিক্ষার্থীদের শরবত খাইয়ে অনশন ভাঙান।
১৬ মিনিট আগেপটুয়াখালীর মহিপুরে যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে আলিপুর-মহিপুর মৎস্য বন্দরসংলগ্ন এলাকায় এই অভিযান চালায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। আজ শুক্রবার নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত
৪১ মিনিট আগে