সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চার দফা দাবি হলো—
১. সরকারিভাবে পুনর্বাসন।
২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।
৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চার দফা দাবি হলো—
১. সরকারিভাবে পুনর্বাসন।
২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।
৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৪ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে