নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে সেই রহস্য উন্মোচন করেছে।
পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে। সোহাগ নামের যে যুবককে অপহরণের অভিযোগ করা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি নিজেই গিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অপহরণের নাটক সাজানো হয়েছে।’
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তাঁর ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া, হবিক মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক, সকালসহ অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জে নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে, ‘এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব।’ পরে ভয়ে সে চট্টগ্রামে চলে যায়।”
নেত্রকোনার আটপাড়ায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে সেই রহস্য উন্মোচন করেছে।
পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে। সোহাগ নামের যে যুবককে অপহরণের অভিযোগ করা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি নিজেই গিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অপহরণের নাটক সাজানো হয়েছে।’
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তাঁর ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া, হবিক মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক, সকালসহ অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জে নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে, ‘এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব।’ পরে ভয়ে সে চট্টগ্রামে চলে যায়।”
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
১২ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৯ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৯ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩৪ মিনিট আগে