Ajker Patrika

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ সোমবার সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন চিকিৎসক মাজহারুল আমিন, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমন প্রমুখ।

বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তা শিক্ষক-শিক্ষার্থীসহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ দেওয়া বন্ধ করে কলেজের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

একই দাবিতে শহরের প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোনার সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে শিক্ষক–শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত