Ajker Patrika

দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ, ২ জনের নামে মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তায় করে ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে এ বিষয় জানান। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বস্তাগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যান।

চাল জব্দের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ক্রেতা ও মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করা হয়।

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জেলার খবর, ময়মনসিংহ, নেত্রকোনা, দুর্গাপুর, খাদ্য বান্ধব কর্মসূচি, চাল জব্দ, মামলা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত