কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুগ পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। এতে উপজেলার সেবা গ্রহীতারা খুবই আনন্দিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
আজ সোমবার সকালে অপারেশন থিয়েটার চালু বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ছিল। উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। অপারেশন থিয়েটার চালু না থাকায় চরম ভোগান্তিতে ছিল উপজেলাবাসী। এতে জরুরি সার্জারি রোগী থাকা সত্ত্বেও সেবা নিতে পারেননি। সেই দুর্ভোগের অবসান ঘটেছে বলে দাবি করেন সেবা নিতে আসা মানুষেরা।
এর আগে রোববার (৫ মার্চ) অপারেশন থিয়েটারের সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষা করে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সিভিল সার্জন কর্মকর্তা মো. সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।
উদ্বোধনের পাশাপাশি লুবনা জাহান (২৩) নামের এক প্রসূতির প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে রোববার রাতে। তিনি উপজেলার রঘুরামপুর গ্রামের মো. জাকির মিয়ার স্ত্রী।
জাকির মিয়া আজকের পত্রিকাকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় তিনি খুবই আনন্দিত। তাঁর স্ত্রীর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি চালু হওয়ায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারছেন। এতে তাঁর চিকিৎসা ব্যয় অনেক সাশ্রয় হয়েছে বলে দাবি করেন তিনি।
উপসহকারী (সেকমো) মো. হাসিবুর রহমান বলেন, ‘অপারেশন থিয়েটার চালু হওয়ায় সেবার মান বেড়েছে। এতে প্রসূতিদের দুর্ভোগ লাঘব হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ‘হাসপাতালে প্যাথলজি, ইসিজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ সকল পরীক্ষা করা হচ্ছে। উপজেলাবাসীকে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহ্বান জানাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরনের সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুগ পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। এতে উপজেলার সেবা গ্রহীতারা খুবই আনন্দিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
আজ সোমবার সকালে অপারেশন থিয়েটার চালু বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ছিল। উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। অপারেশন থিয়েটার চালু না থাকায় চরম ভোগান্তিতে ছিল উপজেলাবাসী। এতে জরুরি সার্জারি রোগী থাকা সত্ত্বেও সেবা নিতে পারেননি। সেই দুর্ভোগের অবসান ঘটেছে বলে দাবি করেন সেবা নিতে আসা মানুষেরা।
এর আগে রোববার (৫ মার্চ) অপারেশন থিয়েটারের সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষা করে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সিভিল সার্জন কর্মকর্তা মো. সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।
উদ্বোধনের পাশাপাশি লুবনা জাহান (২৩) নামের এক প্রসূতির প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে রোববার রাতে। তিনি উপজেলার রঘুরামপুর গ্রামের মো. জাকির মিয়ার স্ত্রী।
জাকির মিয়া আজকের পত্রিকাকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় তিনি খুবই আনন্দিত। তাঁর স্ত্রীর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি চালু হওয়ায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারছেন। এতে তাঁর চিকিৎসা ব্যয় অনেক সাশ্রয় হয়েছে বলে দাবি করেন তিনি।
উপসহকারী (সেকমো) মো. হাসিবুর রহমান বলেন, ‘অপারেশন থিয়েটার চালু হওয়ায় সেবার মান বেড়েছে। এতে প্রসূতিদের দুর্ভোগ লাঘব হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ‘হাসপাতালে প্যাথলজি, ইসিজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ সকল পরীক্ষা করা হচ্ছে। উপজেলাবাসীকে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহ্বান জানাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরনের সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে