নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নুরুল ইসলাম (৩৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক এনামুল হক বলেন, ‘এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য আমরা গ্রামবাসী সতর্ক থাকি, যাতে করে হাতির পাল আমাদের ধানখেত নষ্ট করতে না পারে। প্রতিদিনের মতো কৃষক নুরুলসহ আমরা পাঁচ-ছয়জন কৃষক খেতের কাছাকাছি অবস্থান নিই। আনুমানিক রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে আসে। আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে নুরুলকে হাতি শুঁড় দিয়ে টেনে নিয়ে মাথায় আঘাত করে। এতে নুরুল গুরুতর আহত হন। আমাদের চিৎকার শুনে গ্রামবাসী এসে ধাওয়া করলে ভারতের পাহাড়ের ভেতরে চলে যায় হাতির দল। পরে গুরুতর আহত নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষক নুরুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নেত্রকোনার কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নুরুল ইসলাম (৩৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক এনামুল হক বলেন, ‘এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য আমরা গ্রামবাসী সতর্ক থাকি, যাতে করে হাতির পাল আমাদের ধানখেত নষ্ট করতে না পারে। প্রতিদিনের মতো কৃষক নুরুলসহ আমরা পাঁচ-ছয়জন কৃষক খেতের কাছাকাছি অবস্থান নিই। আনুমানিক রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে আসে। আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে নুরুলকে হাতি শুঁড় দিয়ে টেনে নিয়ে মাথায় আঘাত করে। এতে নুরুল গুরুতর আহত হন। আমাদের চিৎকার শুনে গ্রামবাসী এসে ধাওয়া করলে ভারতের পাহাড়ের ভেতরে চলে যায় হাতির দল। পরে গুরুতর আহত নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষক নুরুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও
৩৮ মিনিট আগেবৃক্ষরোপণ করে রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের মহল্লা থেকে তাদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও যুবদল। এ ছাড়া রাস্তায় মানববন্ধন করে এর প্রতিবাদ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে আলাদা দুটি কর্মসূচি পালিত হয়।
৪২ মিনিট আগে