নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’
তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’
তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
১২ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৯ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৯ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩৪ মিনিট আগে