Ajker Patrika

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল চলন্ত বাস, যান চলাচল বন্ধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল চলন্ত বাস, যান চলাচল বন্ধ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নিশিতা পরিবাহন নামের একটি বাস উল্টে গেছে। এতে কোনো যাত্রী আহত হয়নি তবে বাসটির সহযোগী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সাতাশি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনা পর থেকে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা দুর্ঘটনা কবলিত নিশিতা পরিবহনের বাসটি পাশের উপজেলা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর উপজেলার সাতাশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সড়কেই উল্টে যায়। এরপর থেকেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে দুর্ভোগেও পড়েছেন পথচারীরা। 

বাসটির সুপারভাইজার আলমগীর মিয়া জানান,৮-১০ জন যাত্রী নিয়ে কলমাকান্দার দিকে যাচ্ছিল বাসটি। সাতাশি বাজার এলাকায় পৌঁছাতেই বাসটির টায়ার রড ভেঙে সড়কেই উল্টে পড়ে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বাসটি সড়কের ওপর থেকে সরিয়ে নিতে চেইন কুপ্পা ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ। কাজ শুরু হবে তাই যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত