লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মোসা. খালেদা বেগম রশিদা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।
নিহত নারী এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মো. আমিরুল ইসলাম টেনুর স্ত্রী। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য পণ্যের (চিড়া) একজন বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক আল রাজী বলেন, শুক্রবার ভোরে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেল গেটে ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের শরীর বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানারন, এ বিষয়টি তিনি কিছুই জানেন না। স্টেশনের কার্যক্রম চালুর পর এক শিফট (সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত) তিনি দায়িত্ব পালন করছিলেন।
এবি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনে কাটা পড়ে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিচ্ছিন্ন মরদেহ ময়নাতদন্তের পরিস্থিতি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মোসা. খালেদা বেগম রশিদা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।
নিহত নারী এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মো. আমিরুল ইসলাম টেনুর স্ত্রী। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য পণ্যের (চিড়া) একজন বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক আল রাজী বলেন, শুক্রবার ভোরে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেল গেটে ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের শরীর বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানারন, এ বিষয়টি তিনি কিছুই জানেন না। স্টেশনের কার্যক্রম চালুর পর এক শিফট (সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত) তিনি দায়িত্ব পালন করছিলেন।
এবি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনে কাটা পড়ে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিচ্ছিন্ন মরদেহ ময়নাতদন্তের পরিস্থিতি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে রিয়াজ (৩৫) নামে এক ব্যাটারি চালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াজ সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।
১৫ মিনিট আগেঅ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর ৫-৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে।
১ ঘণ্টা আগেবর্তমানে বিদ্যালয়ের দখলে থাকা ৫০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ সহকারী শিক্ষক ফাতেমা খাতুন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি দাবি করেন, এই জমি তার চাচা শ্বশুর জাফর আলীর কাছ থেকে কেনা। অন্যদিকে, বিদ্যালয়ের বাকি ২৫ শতাংশ জমি এবং ভবন তার শ্বশুর আশ্রব আলীর নামে রয়েছে।
২ ঘণ্টা আগেসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট...
২ ঘণ্টা আগে