Ajker Patrika

ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪: ৫৪
ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

নাটোরর লালপুরে ইট পরিবহন করার গাড়ি (পাওয়ার ট্রলি) ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুজন পথচারী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন পথচারী উপজেলার ওয়ালিয়ার সাজিপাড়া গ্রামের মানজেদ (৪০) ও মসলেম (২৫)।

স্থানীয় বাসিন্দা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে শামীম মোটরসাইকেল নিয়ে ধুপইল যাওয়ার সময় ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, পাওয়ার ট্রলির চালক কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

আ.লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়াদাওয়া, তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

রাজশাহীতে পিস্তল হাতে ভাইরাল ছাত্রলীগ নেতা, পুলিশের দাবি—নজরে আসেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত