বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কর্মীর নাম নহর মোল্লা (৩০)। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার নাসির মোল্লার ছেলে।
নহর মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’
অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।’
স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কর্মীর নাম নহর মোল্লা (৩০)। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার নাসির মোল্লার ছেলে।
নহর মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’
অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।’
স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
৩ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৮ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৮ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৮ ঘণ্টা আগে