Ajker Patrika

শ্রমিকনেতা মনজুর হত্যা: ১ বছর পর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 
হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ এক বছর পর নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিকনেতা মনজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হাসান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে নাটোরে আনার পর আদালতে পাঠানো হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ২০২৪ সালের ৩০ মে রাত রাতে নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশনের পাশে একটি চা-স্টলে আড্ডা দেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমানের মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে ওই বছরের ২ মে নিহত মনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে ১৬ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি হাসান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। হাসানের নামে লালপুর থানায় আরও ১৪টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত