মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে একদিনে ২২ ব্যক্তিকে শেয়ালে কামড়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে ঘরে ঢুকে এক যুবককে এবং অজু করা অবস্থায় এক নারীকে কামড় দেওয়ার খবর পাওয়া গেছে।
মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের বগাদী, খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর, রসুলপুর ও চঙ্গভান্ডা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে নয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকিরা নিজ নিজ উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
আক্রান্ত রসুলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মিন্টু জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাঁর পায়ে শেয়াল কামড়ে দিয়েছে। তাঁর এক প্রতিবেশী জইনুদ্দীনের স্ত্রী মনোয়ারাকে অজুরত অবস্থায় পেছন থেকে নিতম্বে কামড় দিয়েছে শেয়াল। তিনিসহ তাঁর গ্রামের কমপক্ষে ১১ জন নারী-পুরুষ শুক্রবার রাতে শেয়ালের কামড়ে আহত হয়েছেন।
চঙ্গভাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক শাহীন জানান, তিনিসহ তাঁর গ্রামের পাঁচজনকে শেয়াল কামড়েছে। এ ছাড়া খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর গ্রামে আরও ৫ থেকে ৬ জন শেয়ালের কামড়ে আহত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।
রসুলপুর এলাকার ইউপি মেম্বার সোহেল টেলিফোনে তাঁর এলাকার ঘটনা নিশ্চিত করেছেন।
একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকায় একাধিক ব্যক্তিকে শেয়াল কামড়েছে। তাঁরা সবাই চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ আছেন।
নরসিংদীর মনোহরদীতে একদিনে ২২ ব্যক্তিকে শেয়ালে কামড়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে ঘরে ঢুকে এক যুবককে এবং অজু করা অবস্থায় এক নারীকে কামড় দেওয়ার খবর পাওয়া গেছে।
মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের বগাদী, খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর, রসুলপুর ও চঙ্গভান্ডা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে নয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকিরা নিজ নিজ উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
আক্রান্ত রসুলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মিন্টু জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাঁর পায়ে শেয়াল কামড়ে দিয়েছে। তাঁর এক প্রতিবেশী জইনুদ্দীনের স্ত্রী মনোয়ারাকে অজুরত অবস্থায় পেছন থেকে নিতম্বে কামড় দিয়েছে শেয়াল। তিনিসহ তাঁর গ্রামের কমপক্ষে ১১ জন নারী-পুরুষ শুক্রবার রাতে শেয়ালের কামড়ে আহত হয়েছেন।
চঙ্গভাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক শাহীন জানান, তিনিসহ তাঁর গ্রামের পাঁচজনকে শেয়াল কামড়েছে। এ ছাড়া খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর গ্রামে আরও ৫ থেকে ৬ জন শেয়ালের কামড়ে আহত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।
রসুলপুর এলাকার ইউপি মেম্বার সোহেল টেলিফোনে তাঁর এলাকার ঘটনা নিশ্চিত করেছেন।
একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকায় একাধিক ব্যক্তিকে শেয়াল কামড়েছে। তাঁরা সবাই চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ আছেন।
প্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
১ ঘণ্টা আগেঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
১ ঘণ্টা আগেরাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে