Ajker Patrika

পলাশে মালবাহী কাভার্ড ভ্যান-লেগুনার সংর্ঘষ, নিহত ৬

প্রতিনিধি, পলাশ(নরসিংদী)
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৯: ২১
পলাশে মালবাহী কাভার্ড ভ্যান-লেগুনার সংর্ঘষ, নিহত ৬

নরসিংদীর পলাশে মালবাহী কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে মা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও আট যাত্রী। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল মহাসড়কের চাকশাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লেগুনা চালক ও পাঁচ যাত্রী। তাঁরা হলেন, লেগুনা চালক আমান মিয়া, গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোমগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫), সুনামগঞ্জ জেলার দোহার থানার সাইফুল ইসলামের ছেলে আল-আমিন মিয়া (১০), তাঁর মা ঝর্ণা বেগম (৩০), বেলাব উপজেলার হাফিজুল পাঠান (৪৫) ও আক্তার হোসেন (৫০)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। 

লেগুনা চালক ও তিন যাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেনপুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পাচঁদোনা থেকে যাত্রীবাহী লেগুনাটি পলাশের ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পরে লেগুনাটি চাকশাল নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা মালবাহী একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে যায়। এতে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে চাপা দেয়। এ সময় লেগুনাটি ছিটকে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হয় আরও চারজন। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখানে গুরুতর আহত আরও এক নারীর মৃত্যু হয়। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, এ ঘটনায় আমাদের হাসপাতালে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরেকজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। অন্যদেরকে এই হাসপাতালে আনা হয়নি।

এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত