প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
শিবপুরে বাড়ৈআলগী এলাকার পুরান্দিয়া-তেলিয়া সড়কের একটি কালভার্টের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া থেকে তেলিয়া বাজার যাওয়ার পথে মধ্যবর্তীস্থানে বাড়ৈআলগী এলাকায় কালভার্টের একপাশে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওই স্থানের রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস ধরে কালভার্টটির একপাশে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট–বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যে কোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টের গর্তের স্থানটি দ্রুত মেরামতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিগগিরই কালভার্টটি নির্মাণ করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কালভার্টটি দ্রুত পুনঃ নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ কালভার্টটি পারাপারে জনগণকে ধৈর্য ও সচেতন হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি।
শিবপুরে বাড়ৈআলগী এলাকার পুরান্দিয়া-তেলিয়া সড়কের একটি কালভার্টের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া থেকে তেলিয়া বাজার যাওয়ার পথে মধ্যবর্তীস্থানে বাড়ৈআলগী এলাকায় কালভার্টের একপাশে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওই স্থানের রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস ধরে কালভার্টটির একপাশে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট–বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যে কোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টের গর্তের স্থানটি দ্রুত মেরামতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিগগিরই কালভার্টটি নির্মাণ করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কালভার্টটি দ্রুত পুনঃ নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ কালভার্টটি পারাপারে জনগণকে ধৈর্য ও সচেতন হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি।
সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেদক্ষিণ আফ্রিকায় কাজী মহি উদ্দিন পলাশ (৩৩) নামের এক বাংলাদেশির লাশ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পলাশের পার্শ্ববর্তী এক দোকানদার বিষয়টি তাঁর পরিবারকে জানান।
১ ঘণ্টা আগেপ্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
৬ ঘণ্টা আগে