রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মেহেদী হাসান (২২)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর এলাকায় মেঘনা নদী তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মেহেদী হাসান নরসিংদীর স্কলাস্টিকা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেন ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
পরিবারের সঙ্গে পৌর এলাকার শ্রীরামপুরে ভাড়ায় এক বাড়িতে থাকতেন মেহেদী হাসান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
রায়পুরা থানা–পুলিশ ও মির্জারচর নৌ পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, স্থানীয়রা বল্লবপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে রায়পুরা থানা–পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। মির্জারচর নৌ–পুলিশ ফাঁড়ি পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে এসে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান।
এ বিষয়ে জানতে এক স্বজনের ফোন নম্বর একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। পরে শ্রীরামপুর ভাড়া বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম বলেন, মেঘনা নদীতে লাশ উদ্ধারের পর পরবর্তীতে নিহতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেন।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মেহেদী হাসান (২২)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর এলাকায় মেঘনা নদী তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মেহেদী হাসান নরসিংদীর স্কলাস্টিকা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেন ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
পরিবারের সঙ্গে পৌর এলাকার শ্রীরামপুরে ভাড়ায় এক বাড়িতে থাকতেন মেহেদী হাসান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
রায়পুরা থানা–পুলিশ ও মির্জারচর নৌ পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, স্থানীয়রা বল্লবপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে রায়পুরা থানা–পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। মির্জারচর নৌ–পুলিশ ফাঁড়ি পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে এসে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান।
এ বিষয়ে জানতে এক স্বজনের ফোন নম্বর একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। পরে শ্রীরামপুর ভাড়া বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম বলেন, মেঘনা নদীতে লাশ উদ্ধারের পর পরবর্তীতে নিহতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেন।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৩৯ মিনিট আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৪৪ মিনিট আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
১ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
২ ঘণ্টা আগে