ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় আগুনে দগ্ধ অভিজিৎ কুমার সিং (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন টুম্পা রানী দাস (২৮)।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মৃত্যু হয় অভিজিতের। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
তিনি জানান, অভিজিতের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ৭০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি টুম্পা রানীকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আজ ভোর আনুমানিক ৪টার দিকে বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে তাঁদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ টুম্পা রানী দাসের ছেলে বিশাল চন্দ্র দাস ও দূর সম্পর্কের দেবর জনি দাস জানান, তাঁরা নিতাইগঞ্জের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। টুম্পার স্বামী হরিকমল দুবাই প্রবাসী। দুই ছেলের মা টুম্পা। রাতে ফ্ল্যাটের এক কক্ষে টুম্পার দুই ছেলে ও দেবর জনি দাস ঘুমিয়ে ছিলেন।
তাঁরা আরও জানান, ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে তাঁরা দেখেন টুম্পা রানীর ঘরে আগুন জ্বলছে। টুম্পা ও অভিজিতের শরীরেও আগুন। তখন তাঁরা বাথরুম থেকে পানি এনে দুজনের শরীরে ঢালেন। এরপর ঘরের আগুনও নেভান। দগ্ধ দুজনকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
র্যাব সদস্য অভিজিৎ সম্পর্কে তাঁরা জানান, অভিজিতের পরিবার আগে তাঁদের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তখন থেকে তাঁদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিজিৎ তাঁদের বাসায় আসেন। মাঝে মাঝে ওই বাসার ছাদে গিয়ে আড্ডা দিতেন তিনি। এ ছাড়া টুম্পা রানীর ছেলে বিশালকে পড়াশোনা বুঝিয়ে দিতেন। কিন্তু গভীর রাতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে কিছুই অনুমান করতে পারছে না তাঁরা।
জানা গেছে, অভিজিৎ সিং র্যাব সদস্য। তবে র্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় আগুনে দগ্ধ অভিজিৎ কুমার সিং (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন টুম্পা রানী দাস (২৮)।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মৃত্যু হয় অভিজিতের। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
তিনি জানান, অভিজিতের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ৭০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি টুম্পা রানীকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আজ ভোর আনুমানিক ৪টার দিকে বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে তাঁদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ টুম্পা রানী দাসের ছেলে বিশাল চন্দ্র দাস ও দূর সম্পর্কের দেবর জনি দাস জানান, তাঁরা নিতাইগঞ্জের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। টুম্পার স্বামী হরিকমল দুবাই প্রবাসী। দুই ছেলের মা টুম্পা। রাতে ফ্ল্যাটের এক কক্ষে টুম্পার দুই ছেলে ও দেবর জনি দাস ঘুমিয়ে ছিলেন।
তাঁরা আরও জানান, ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে তাঁরা দেখেন টুম্পা রানীর ঘরে আগুন জ্বলছে। টুম্পা ও অভিজিতের শরীরেও আগুন। তখন তাঁরা বাথরুম থেকে পানি এনে দুজনের শরীরে ঢালেন। এরপর ঘরের আগুনও নেভান। দগ্ধ দুজনকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
র্যাব সদস্য অভিজিৎ সম্পর্কে তাঁরা জানান, অভিজিতের পরিবার আগে তাঁদের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তখন থেকে তাঁদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিজিৎ তাঁদের বাসায় আসেন। মাঝে মাঝে ওই বাসার ছাদে গিয়ে আড্ডা দিতেন তিনি। এ ছাড়া টুম্পা রানীর ছেলে বিশালকে পড়াশোনা বুঝিয়ে দিতেন। কিন্তু গভীর রাতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে কিছুই অনুমান করতে পারছে না তাঁরা।
জানা গেছে, অভিজিৎ সিং র্যাব সদস্য। তবে র্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠির নলছিটিতে ইজিবাইকের চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর বিশেষ অভিযান শেষে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যানটিনে।
১৬ মিনিট আগেরাজধানীর দক্ষিণখান থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১৮ মিনিট আগেচট্টগ্রামে কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিনের সন্দেহজনক বিপুল পোশাক জব্দের ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাহাড়ে আরেক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক নেতাকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে