Ajker Patrika

পূর্বাচলে লেক থেকে তরুণীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৬
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি লেক থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা।

আজ মঙ্গলবার সকালে পূর্বাচল বউয়ারটেক এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ