নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে।
গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।
হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’
গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।
এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে।
গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।
হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’
গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।
এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
৩১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে