নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধান শিক্ষকের মারধর ও অপমানে হানিফ নামের এক নবম শ্রেণির ছাত্র আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিক্ষক আবুল কালাম আজাদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়েদের সঙ্গে কথা বলায় হানিফকে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মারধর করা হয়। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে হানিফ।
এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের ত্রিশকানীয়া এলাকায় বিক্ষোভ করে ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। আবু হানিফ একই স্কুলের ছাত্র ছিলেন।
বিক্ষোভে নিহতের সহপাঠীরা জানায়, হানিফকে গত রোববার (২০ নভেম্বর) বিদ্যালয়ে এক ছাত্রীর সঙ্গে কথা বলার অপরাধে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ডেকে নিয়ে যান। পরে তাকে শিক্ষক ও সহপাঠীদের সামনে লাঠি দিয়ে মারধর ও অপমান করে। একপর্যায়ে তাকে স্কুল আসতেও নিষেধ করেন প্রধান শিক্ষক। অপমানে বাড়ি ফিরে হানিফ কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে টানা তিন দিন থেকে ক্লাস বর্জন করে আসছে শিক্ষার্থীরা। আজ বুধবার এই ঘটনার বিচার চেয়ে অবরোধ করে তারা।
হানিফের বাবা আজহারুল ইসলাম বলেন, ‘হানিফকে আত্মহত্যার জন্য প্রধান শিক্ষক আজাদই দায়ী। তার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে হানিফ।’
এদিকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ বলেন, ‘এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ওই শিক্ষক দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধান শিক্ষকের মারধর ও অপমানে হানিফ নামের এক নবম শ্রেণির ছাত্র আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিক্ষক আবুল কালাম আজাদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়েদের সঙ্গে কথা বলায় হানিফকে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মারধর করা হয়। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে হানিফ।
এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের ত্রিশকানীয়া এলাকায় বিক্ষোভ করে ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। আবু হানিফ একই স্কুলের ছাত্র ছিলেন।
বিক্ষোভে নিহতের সহপাঠীরা জানায়, হানিফকে গত রোববার (২০ নভেম্বর) বিদ্যালয়ে এক ছাত্রীর সঙ্গে কথা বলার অপরাধে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ডেকে নিয়ে যান। পরে তাকে শিক্ষক ও সহপাঠীদের সামনে লাঠি দিয়ে মারধর ও অপমান করে। একপর্যায়ে তাকে স্কুল আসতেও নিষেধ করেন প্রধান শিক্ষক। অপমানে বাড়ি ফিরে হানিফ কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে টানা তিন দিন থেকে ক্লাস বর্জন করে আসছে শিক্ষার্থীরা। আজ বুধবার এই ঘটনার বিচার চেয়ে অবরোধ করে তারা।
হানিফের বাবা আজহারুল ইসলাম বলেন, ‘হানিফকে আত্মহত্যার জন্য প্রধান শিক্ষক আজাদই দায়ী। তার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে হানিফ।’
এদিকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ বলেন, ‘এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ওই শিক্ষক দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
৩১ মিনিট আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
২ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে নদীর তীর রক্ষার জন্য ৫ কোটি টাকায় নির্মিত বাঁধ এক মাসও টেকেনি। উপজেলার চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।
২ ঘণ্টা আগে