Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) বেলা সোয়া ১১টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের কিসমত মার্কেটসংলগ্ন ডিএনডি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা, আজ সকালে ডিএনএডি খালসংলগ্ন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালালের নির্মাণাধীন ১০তলা ভবনের সামনে মরদেহটি ভাসমান অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘মরদেহ ভাসতে দেখে আমাদের স্থানীয়রা ফোন দিলে আমরা এসে মরদেহটি উদ্ধার করেছি।’

নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

দেহে আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেইভাবে চেক করার সুযোগ হয়নি। বিস্তারিত পরে জানানো যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ