লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আগামীতে নাও থাকতে পারেন, তাই নির্বাচনের এক বছর আগেই নিজের কাজের হিসাব নিয়ে জনতার সামনে হাজির হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ বৃহস্পতিবার বিকেলে লোহাগড়ার উপজেলার কোটাকোল লঞ্চঘাট মাদ্রাসা মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এখনো নির্বাচনের এক বছর বাকি আছে। আগামীতে হয়তো আমি নাও থাকতে পারি। সে জন্য এক বছর আগেই আমি এসেছি। যেসব কাজ করেছি, আর যা বাকি আছে তার হিসাব আপনাদের দিতে।’
এ সময় স্থানীয়রা রাস্তা-ঘাট নির্মাণ, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকের অভাব, উপজেলার সাবরেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, বিদ্যালয় ভবন ও সেতু-কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মন্দির সংস্কারের দাবি তুলে ধরেন। মাশরাফি বিন মোর্ত্তজা এসব প্রশ্ন নোট করেন ও ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর দেন।
রাস্তা-ঘাট নির্মাণ সংক্রান্ত প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন করোনার কারণে প্রায় দুই বছর উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। তবুও বাকি সময় বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরে বরাদ্দ দেওয়া হয়েছে।’
এমপির সঙ্গে দেখা করতে না পারার অভিযোগের উত্তরে মাশরাফি বলেন, ‘আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘণ্টাই খোলা। যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কথা শুনতে আমি বাধ্য। এর আগে অনেকেই আপনাদের মাথায় হাত বুলিয়ে খুশি করে থাকতে পারে। কিন্তু আমি তা করতে চাই না। আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন।’
চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন চাইলেই রাতারাতি এখানে হাসপাতাল বানানো সম্ভব নয়। সরকারি কাজের কিছু নিয়মকানুন আছে। এসব নিয়ম মেনে এ ব্যাপারে যা যা করা সম্ভব সবই করব। আপনারা আমার ওপর ভরসা রাখেন।’
ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে মাশরাফি বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে এসে ভবিষ্যতে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মাহমুদ, সাবেক চেয়ারম্যান খাঁন মো. জাহাঙ্গীর আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
আগামীতে নাও থাকতে পারেন, তাই নির্বাচনের এক বছর আগেই নিজের কাজের হিসাব নিয়ে জনতার সামনে হাজির হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ বৃহস্পতিবার বিকেলে লোহাগড়ার উপজেলার কোটাকোল লঞ্চঘাট মাদ্রাসা মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এখনো নির্বাচনের এক বছর বাকি আছে। আগামীতে হয়তো আমি নাও থাকতে পারি। সে জন্য এক বছর আগেই আমি এসেছি। যেসব কাজ করেছি, আর যা বাকি আছে তার হিসাব আপনাদের দিতে।’
এ সময় স্থানীয়রা রাস্তা-ঘাট নির্মাণ, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকের অভাব, উপজেলার সাবরেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, বিদ্যালয় ভবন ও সেতু-কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মন্দির সংস্কারের দাবি তুলে ধরেন। মাশরাফি বিন মোর্ত্তজা এসব প্রশ্ন নোট করেন ও ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর দেন।
রাস্তা-ঘাট নির্মাণ সংক্রান্ত প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন করোনার কারণে প্রায় দুই বছর উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। তবুও বাকি সময় বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরে বরাদ্দ দেওয়া হয়েছে।’
এমপির সঙ্গে দেখা করতে না পারার অভিযোগের উত্তরে মাশরাফি বলেন, ‘আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘণ্টাই খোলা। যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কথা শুনতে আমি বাধ্য। এর আগে অনেকেই আপনাদের মাথায় হাত বুলিয়ে খুশি করে থাকতে পারে। কিন্তু আমি তা করতে চাই না। আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন।’
চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আপনারা জানেন চাইলেই রাতারাতি এখানে হাসপাতাল বানানো সম্ভব নয়। সরকারি কাজের কিছু নিয়মকানুন আছে। এসব নিয়ম মেনে এ ব্যাপারে যা যা করা সম্ভব সবই করব। আপনারা আমার ওপর ভরসা রাখেন।’
ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে মাশরাফি বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে এসে ভবিষ্যতে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মাহমুদ, সাবেক চেয়ারম্যান খাঁন মো. জাহাঙ্গীর আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে নির্বাচন করবেন আইয়ুবুর রহমান তৌফিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর
২৭ মিনিট আগেপ্রথম স্ত্রীর ঘরের ওয়ারিশদের দাবি, প্রকৃতপক্ষে আইয়ুব আলী ঢালীর দ্বিতীয় স্ত্রীর ঘরে মাত্র দুই ছেলে ছিল। কয়ছর ঢালীর ছেলেরা বেশি সম্পত্তি দখলের জন্য ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরি করেছেন। অপরদিকে কয়ছর ঢালী দাবি করেন, তকদির ও নজির নামে তার আরও দুই ভাই ছিল, যারা ছোটবেলায় মারা গেছে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরান্তর গ্রামের পাশে হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে কালো রঙের টি-শার্ট পরিহিত ছিলো।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। তবে কে বা কারা ভাংচুর করেছে তা জানা যায়নি।
১ ঘণ্টা আগে