নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর ৫-৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে।
৪ মিনিট আগেবর্তমানে বিদ্যালয়ের দখলে থাকা ৫০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ সহকারী শিক্ষক ফাতেমা খাতুন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি দাবি করেন, এই জমি তার চাচা শ্বশুর জাফর আলীর কাছ থেকে কেনা। অন্যদিকে, বিদ্যালয়ের বাকি ২৫ শতাংশ জমি এবং ভবন তার শ্বশুর আশ্রব আলীর নামে রয়েছে।
২৯ মিনিট আগেসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট...
৪৪ মিনিট আগেমেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে