নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছিতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার। গতকাল সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বাঁশপাড়া এলাকার জাওনা পাহানের ছেলে ও গ্রাম্য মাতব্বর বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে সুবাস পাহান (৪৫) ও ধামইরহাটের ইনসিরা গ্রামের মৃত সুবল চন্দ্রের ছেলে ভবেস পাহান (৫২)।
মামলার আরও দুই আসামি হলেন—শ্রীমতি রঞ্জনা রাণী ও শ্রীমতি শংকরি। তারা দুজন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়া সম্পর্কের অপবাদ দিয়ে গ্রামে সালিসের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চলে যান। এরপর গত শনিবার তাঁর শাশুড়ি ওই গৃহবধূকে বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে নিয়ে যান।
এরপর গ্রামের মাতব্বরেরা পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে মাতুব্বরেরা দলবদ্ধ হয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। পরে আসামি বিমল পাহানের হুকুমে সুবাস, রঞ্জনা, শংকরি নামের কয়েকজন জোর করে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া দেন এবং মাথায় ঘোল ঢেলে দেন। এরপর আসামিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে চলে যান।
ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে বলেন, ‘কারও সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক ছিল না। সমাজ থেকে আলাদা করা এবং সামাজিকভাবে হেয় করার জন্যই তারা আমার সঙ্গে এই কাজ করেছে। সবার কাছে আমাকে অপমান করা হয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই।’
এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আত্মগোপনে থাকা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গতকাল সোমবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাস পাহান এবং ভবেস পাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভুক্তভোগীকে তাঁর নিজ ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
নওগাঁর বদলগাছিতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার। গতকাল সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বাঁশপাড়া এলাকার জাওনা পাহানের ছেলে ও গ্রাম্য মাতব্বর বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে সুবাস পাহান (৪৫) ও ধামইরহাটের ইনসিরা গ্রামের মৃত সুবল চন্দ্রের ছেলে ভবেস পাহান (৫২)।
মামলার আরও দুই আসামি হলেন—শ্রীমতি রঞ্জনা রাণী ও শ্রীমতি শংকরি। তারা দুজন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়া সম্পর্কের অপবাদ দিয়ে গ্রামে সালিসের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চলে যান। এরপর গত শনিবার তাঁর শাশুড়ি ওই গৃহবধূকে বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে নিয়ে যান।
এরপর গ্রামের মাতব্বরেরা পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে মাতুব্বরেরা দলবদ্ধ হয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। পরে আসামি বিমল পাহানের হুকুমে সুবাস, রঞ্জনা, শংকরি নামের কয়েকজন জোর করে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া দেন এবং মাথায় ঘোল ঢেলে দেন। এরপর আসামিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে চলে যান।
ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে বলেন, ‘কারও সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক ছিল না। সমাজ থেকে আলাদা করা এবং সামাজিকভাবে হেয় করার জন্যই তারা আমার সঙ্গে এই কাজ করেছে। সবার কাছে আমাকে অপমান করা হয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই।’
এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আত্মগোপনে থাকা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গতকাল সোমবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাস পাহান এবং ভবেস পাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভুক্তভোগীকে তাঁর নিজ ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়োকালে উপকূলীয় এলাকার গহিন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারদের মধ্যে কেউ অপহরণ শিকার; আবার কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দ্যেশে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার জমে উঠেছে অভিনবত্বে। কেউ গান গেয়ে ভোট চাইছেন। কেউ মুদ্রার আদলে তৈরি করেছেন প্রচারপত্র। কারও কাছে ডাকটিকিটের মতো কাগজ; আবার কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ পত্রিকার আঙ্গিকে প্রচারপত্র তৈরি করেছেন
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে নিয়োগের ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এর মধ্যে মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের
১ ঘণ্টা আগেদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
১ ঘণ্টা আগে