নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় আঞ্চলিক একটি সড়কের পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নওগাঁ-দুবলহাটি আঞ্চলিক সড়কের দুবলহাটি এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আকরাম আলী (৪৫) আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুবলহাটি বাজারে আকরাম হোসেনের একটি স্টেশনারি দোকান রয়েছে।
গৃহবধূর নাম সাথী বানু (৩০)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। মরদেহ উদ্ধারের পর নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও গৃহবধূর স্বামী আহত আকরাম আলী জানান, রাতে নওগাঁ শহরে অবস্থিত ছোট বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে সদর উপজেলার দুবলহাটির নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুবলহাটি এলাকার যমুনি নামক স্থানে তাঁদের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। চলন্ত মোটরসাইকেলে পেছন থেকে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেল থেকে পড়ে যান তাঁরা। আকরামের মাথায় হেলমেট থাকায় তাঁর কিছু না হলেও স্ত্রী গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় আকরামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত ব্যক্তির শরীরের বেশ কয়েকটি জায়গায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সাথী বানুর বাবা শহিদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।
নওগাঁ সদর উপজেলায় আঞ্চলিক একটি সড়কের পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নওগাঁ-দুবলহাটি আঞ্চলিক সড়কের দুবলহাটি এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আকরাম আলী (৪৫) আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুবলহাটি বাজারে আকরাম হোসেনের একটি স্টেশনারি দোকান রয়েছে।
গৃহবধূর নাম সাথী বানু (৩০)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। মরদেহ উদ্ধারের পর নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও গৃহবধূর স্বামী আহত আকরাম আলী জানান, রাতে নওগাঁ শহরে অবস্থিত ছোট বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে সদর উপজেলার দুবলহাটির নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুবলহাটি এলাকার যমুনি নামক স্থানে তাঁদের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। চলন্ত মোটরসাইকেলে পেছন থেকে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেল থেকে পড়ে যান তাঁরা। আকরামের মাথায় হেলমেট থাকায় তাঁর কিছু না হলেও স্ত্রী গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় আকরামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত ব্যক্তির শরীরের বেশ কয়েকটি জায়গায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সাথী বানুর বাবা শহিদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।
বগা বাজারের আওয়ামী লীগ কর্মী সুলতান সিকদারের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বরাদ্দ ছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে গেলে স্থানীয় বিএনপি নেতারা সেই সুযোগে সুলতান সিকদারের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে ভোগ করেন বলে অভিযোগ ওঠে।
১ মিনিট আগেযশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০টি জেলায় এসএসসি পরীক্ষার জন্য ২৯৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। যদি কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর জায়গা সংকুলান না হয়, তবে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানকে অতিরিক্ত কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়...
৩ মিনিট আগেকুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক জানান, গ্যাস না থাকায় কুমুদিনী হাসপাতালসহ কমপ্লেক্সের বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলে গ্যাসের জেনারেটরের মাধ্যমে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া হয়, যা তেলের জেনারেটরে সম্ভব হয় না।
৫ মিনিট আগেস্থানীয়দের আশঙ্কা, লুট হওয়া অস্ত্র ও গুলি যেকোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই শঙ্কা আরও তীব্র হয়েছে। শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই অস্ত্র যদি রাজনৈতিক সহিংসতায় ব্যবহৃত হয়, তাহলে আমরা আবারও অস্থিরতার মধ্যে পড়ব।”
১ ঘণ্টা আগে